চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এ. কে. খান এলাকা থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. কামাল (৩৮) ও জুথি বেগম (২৫)।
শনিবার দিবাগত রাতে নগরীর এ. কে. খান এলাকায় নুর-এ মদিনা ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কামাল ও জুথি সাধারণ পথচারীর মতো রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে র্যাবের নিয়মিত টহল গাড়ি দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে দু'জনকে ধরে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার দম্পতির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের বাড়ি মাদারিপুর জেলায় বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর