চট্টগ্রামের রাউজানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিজ বাড়িতেই আত্মহত্যা করেছেন সৌরভ কর (১৯) নামে এক কলেজছাত্র। রোববার (২০ জানুয়ারি) সকালে উপজেলার চিকদাইর এলাকার রাধা মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।
সৌরভ কর ওই এলাকার কাজল করের ছেলে। তিনি হাটহাজারী কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
সৌরভ কর নিজের ফেসবুক ওয়ালে লিখেন- ‘সেই পুষ্পে এখনো সৌরভ ছড়ায়নি, হয়তো আর কখনো ছড়াবেও না। বিদায়।’ ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার কয়েকঘণ্টা পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
গণমাধ্যমকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ জানান, চিকদাইর এলাকার রাধা মহাজনের বাড়িতে সৌরভ কর নামে এক কলেজছাত্র পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন