কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে নগরের রেল স্টেশন এলাকা থেকে সাবেক বিমানবালাকে প্রেমিকসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার জোবাইর উদ্দিন (২৮)।
র্যাবের কাছে স্মৃতি আক্তার নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দেন। র্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান জানান, বলেন, সম্ভবত স্মৃতি আক্তার চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রেমিক জোবাইর উদ্দিনের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা