চট্টগ্রাম নগরের আদালত প্রাঙ্গণে গণহত্যার শহীদদের প্রতি বিনম্ন শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আদালত চত্বরের শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এ সময় ফুলে ফুলে ঢেকে যায় শহীদ স্মরণে তৈরি হওয়া বেদি।
শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ। তাছাড়া নগর আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফর আলী, ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ও নগর আওযামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম প্রমুখ।
এ সময় তারা বলেন, ‘দীর্ঘ ৩১ বছর ধরে এমন একটি আলোচিত মামলা ঝুলে থাকা কোনো মতেই কাম্য নয়। বর্তমান সরকার ন্যায়ের পক্ষে কাজ করছে। আশা করি দ্রুত বিচার কাজ শেষ হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার