চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত স্কুল-কলেজে ধূমপান বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করবে এন্টি ট্যোবেকো মিডিয়া এলায়েন্সর (আত্মা)। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি হলে অনুষ্ঠিত বিভাগীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আত্মার আহ্বায়ক আলমগীর সবুজ, সদস্য সাইফুল ইসলাম, শাহরিয়ার হাসান, আহসানুল কবির রিটন, লতিফা আনসারি রুনা, শৈবাল আচার্য, আবু মোশাররফ রাসেল, কামরুল হুদা, আবু সুফিয়ান চৌধুরী, মো. আলী, মো. গিয়াস উদ্দিন, মো. দিদারুল আলম, মো. নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইপসা’র প্রোগ্রাম ম্যানাজার মো. ওমর শাহেদ।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দেবী’ ও বাণিজ্যিক সিনেমা ‘দহনে’ তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে বারবার ধূমপানের দৃশ্য প্রদশন করা হয়েছে। এ ব্যাপারে আমরা যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। একই সঙ্গে নগরীতে তামাক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত বাজেটও ব্যবহারের জন্য অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার