চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম শামীমকে (১১) অপহরণের ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঘটফরহাদবেগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শামীম রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী শামসুল ইসলামের ছেলে।
শামীমের বাবা শামসুল ইসলাম বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে মুসলিম হাই স্কুলের সামনে থেকে শামীমকে নিয়ে যায় অপহরণকারীরা। পরে আমাকে ফোন দিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি টাকা দিতে পারবো না জানিয়ে দিয়ে পুলিশকে বিষয়টি জানাই। পরে শামীমকে ঘাটফরহাদবেগ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।’
সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে শামীমকে উদ্ধার প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপটিন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘পুলিশের তৎপরতায় অপহরণের মাত্র ৩ ঘণ্টার মাথায় শিশু শামীমকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার