চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরর এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ।
নিহতরা হলেন আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)। নিহত আরেকজন মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকাল ৭টার দিকে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব