চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব রাউজান শামসু টিলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসি মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। রাউজান থানা পুলিশ গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় চট্টগ্রাম জেলা পুলিশ। আলমগীরের আস্তানা থেকে ১৭টি বিভিন্ন ধরনের অস্ত্র, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম, ছুরি ও দা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ নানা অভিযোগে মোট ১৭টি মামলা আছে বলে পুলিশ জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭টি অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। আলমগীরের আস্তানা থেকে ম্যাগাজিন, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা আছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার