সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশ বক্তারা বলেছেন, জঙ্গিবাদ দমনের জন্য প্রয়োজন সামাজিক জাগরণ। পরিবার-প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল সেক্টরে এ জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনো ধর্মই সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থাকে সমর্থন করে না।
সোমবার চট্টগ্রাম নগরীর আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসায় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক নারী নেত্রী এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম (বিপিএম), প্রধানবক্তা ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক (বিপিএম), বিশেষ অতিথি ছিলেন এসি পাচঁলাইশ দেবদূত মজুমদার, অধ্যক্ষ মাওলানা ইসমাইল, চান্দঁগাও থানার ওসি মোহাম্মদ আবুল কালাম, অধ্যক্ষ মাওলানা ইসমাইল, কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ (সাইফ), ফ্লোরিডা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইমরান। এতে স্বাগত বক্তব্য রাখেন আবু হাসনাত চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মুহাম্মদ আবুল মনছুর, অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল, প্রভাষক কাউছার পারভীন, সুচিন্তার সদস্য বোখারী আজম প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মো. শাহাদাত হোসেন ও নাতে রাসুল পরিবেশন করেন মো. জাবের আলম।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং এর যুগ্ম সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দী, কার্যকরী সদস্য সুমন মাহমুদ ও রাসেল আহমেদ। অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এবং জঙ্গিবাদে না জড়ানোর শপথ এবং জয় বাংলা স্লোগানের মাধ্যমে সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার