ভবন নির্মাণ সামগ্রী বোঝাই ট্রাক উল্টে মো. শাকিল (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে পটিয়া থানার আমজুরহাট এলাকায় যাচ্ছিল।
আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রাকটি আমজুরহাট এলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে মালামালের নিচে পড়ে শ্রমিক শাকিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল চাপা পড়া অবস্থায় মালামালের নিচে থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক/সাইদুল ইসলাম