চট্টগ্রামে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত মানিক ওরফে ডাকাত মানিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র, তালা ভাঙার সরঞ্জাম এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-৭ কর্মকর্তা কাজী তারেক আজিজ বলেন, একটি ডাকাতি মামলার ছায়া তদন্ত করতে গিয়ে দুর্ধর্ষ ডাকাত মানিকের সন্ধান মেলে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব/সেলিম