চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআই পদ মর্যাদার কর্মকর্তাদের জন্য চালু হলো সাপ্তাহিক ছুটি। এখন থেকে শুক্রবার ও শনিবার পালা বদল করে ছুটি ভোগ করবে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘অন্যান্য সরকারি কর্মকর্তারা সাপ্তাহিক ছুটি ভোগ করলেও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের কোন সাপ্তাহিক ছুটি ছিল না। এ কারণে পরিবার-পরিজনকে সময় দেয়ার সুযোগ ছিল না। এছাড়া প্রায় সকল সার্জেন্ট ও টিএসআইকে রাত দিন পরিশ্রম করতে হতো পুরো মাস। মূলত তাদের কাজে রিফ্রেশমেন্ট আনতে এবং পরিবারকে সময় দেয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।’
জানা যায়, সিএমপি’র ট্রাফিক বিভাগে ১৮২ জন সার্জেন্ট এবং ৮ জন টিএসআই রয়েছে। যাদের পুরো মাস জুড়েই দায়িত্ব পালন করতে হতো। কমিশনারের এ উদ্যোগের ফলে সার্জেন্ট ও টিএসআই’রা পরিবারকে সময় দিতে পারবে। পরবর্তীতে এএসআই, এটিএসআই, কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদেরও এ সাপ্তাহিক ছুটির আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/শফিক/সেলিম