সরকারি সার্কিট হাউজে বসে সরকারের মন্ত্রী-এমপি’রা কেন্দ্র দখল ও ভোট ডাকাতির পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। শনিবার বিকেলে নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপি’র নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত বলেন, ‘সরকারি সার্কিট হাউজে বসে এমপি মন্ত্রীরা কেন্দ্র দখল এবং ভোট ডাকাতির পরিকল্পনা করেছে। তারা ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। সরকারি সুযোগ-সুবিধা নিয়ে কেউ নির্বাচনী প্রচারণা করতে পারে না। তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য মনজুর আলম মনজু, বিএনপি নেতা মো. সেকান্দার, বাদশা মিয়া প্রমুখ।
ডা. শাহাদাত অভিযোগ করেন বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওয়ার্ডে ওয়ার্ডে মেজবান দিয়ে ভোট চাইছে। যা নির্বাচনী আচরণ বিধি স্পষ্ট লঙ্ঘন। আওয়ামী লীগ প্রার্থী পদে পদে আচরণ বিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিডি প্রতিদিন/আবু জাফর