চোখে ঝান্ডু বাম লাগিয়ে ছিনতাই করে এমন চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আরমান, আনছার আলী ফয়সাল, মো শাকিল এবং মো. জীবন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং কয়েকটি ধারালো ছুরি জব্দ করা হয়।
শনিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য নগরীর চাক্তাই ভোগ্যপণ্যের পাইকারী বাজারে আসা ব্যবসায়ীদের টাগের্ট করে নগরীর বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। সুযোগ বুঝে টাগের্টের চোখে ঝান্ডু বাম লাগিয়ে এবং রশি দিয়ে বেঁধে নগদ অর্থ ছিনিয়ে নেয়। অভিন্ন কায়দায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন