চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বড় দারোগারহাট বাজারে দ্রুতগামী পিকআপ চাপায় শারমিন সুলতানা রিয়া (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। নিহত শারমিন সীতাকুন্ড ডিগ্রী কলেজের ছাত্রী। রবিবার এ দুর্ঘটনা বলে জানান সীতাকুন্ডের কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
তিনি বলেন, পাশে ফুটওভার ব্রিজ ছিল। সেটি ব্যবহার না করে মূল সড়ক দিয়ে রাস্তার পার হওয়ার সময় ছাত্রী নিহত হন। তবে এ ঘটনায় পিকআপটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এখনও নিহতের পরিবার মামলা করেনি। তাছাড়া আবেদন করে ময়না তদন্ত ছাড়া মরদেহ বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার