চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তারা হল মো করিম ওরফে ডাইল করিম এবং মো. আজাদ।
মঙ্গলবার রাতে কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত করিমের ২২টি এবং আজাদের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত করিম ও আজাদ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন