চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গোপনীয় সহকারী তেজেন্দ্র কুমার দেবনাথকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে মহাসড়কের পাশে ফেলে দেয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ড থেকে ফেনী যাওয়ার পথে তেজেন্দ্র কুমার দেবনাথকে অপহরণ করা হয়। তাকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার খবর পেয়েছি। বর্তমানে তিনি অসুস্থ। সুস্থ হলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তেজেন্দ্র কুমার দেবনাথের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সীতাকুণ্ড থেকে ফেনী যেতে ভাড়ায় চালিত বাইক্রোবাসে ওঠেন। চলন্ত গাড়িতে এক পর্যায়ে ৬ থেকে ৭ জন যাত্রীবেশি অপহরণকারী তার গলায় গামছা বেধে মারধর করতে থাকে। পরে তার কাছে ২০ লাখ টাকা দাবি করে। শেষে বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ফেনী লালপোল এলাকায় ফেলে যায়। এসময় তার চোখে মরিচের গুড়ো লাগিয়ে দেয়া হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি বাসায় ফিরেছেন।
বিডি প্রতিদিন/এএ