চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. ওয়াসিম নামে এক ব্যক্তি। শুক্রবার ভোরে হাটহাজারীর ধলই ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম রাঙ্গুনীয়ার বেতাগী এলাকার আবদুর রহমানের ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ধলই এলাকায় অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয় ওয়াসিমকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ সড়কের পাশেই পড়ে ছিল। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএ