চট্টগ্রামে বাসে উঠে যৌন শক্তি বাড়ানোর বড়ি বিক্রির নামে চেতনানাশক ওষুধ খাওয়ানো চক্রের খপ্পড়ে পড়ে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তারা হলেন, মহিন উদ্দিন (৩০), আনোয়ার হোসেন (৪২) ও রফিকুল ইসলাম (৪২)। তারা সবাই নগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত রবিবার হালিশহর ও পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের উপ-পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, হত্যা মামলাটি ক্লুলেস ছিল। আমরা তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় আসামিদের শনাক্ত করেছি। পাশাপাশি চক্রটির আদ্যোপান্ত বের করে এনেছি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান বলেন, অভিনব কায়দায় বাসের যাত্রীদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিত চক্রটি। তাদের দলে চারজন আছে। তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি একজনকে শিগগিরই গ্রেফতার করা হবে। চক্রের সদস্যরা কয়েক প্রকার ওষুধের মিশ্রণে চেতনানাশক বড়ি বানাতেন। এগুলোকে যৌন উত্তেজক বড়ি বলে কৌশলে বাসযাত্রীদের খাওয়ানো হতো। এরপর সবকিছু নিয়ে অভিযুক্তরা গাড়ি থেকে নামতো।
বিডি প্রতিদিন/এএম