চট্টগ্রামের একাদশ শ্রেণীর ভর্তির আবেদনে প্রথম পর্যায়ের ফলাফলে স্থান হয়নি ১৪ হাজার শিক্ষার্থীর। প্রথম পর্যায়ে মনোনীত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৫৮ জন। তবে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কলেজ পায়নি ১ হাজার ৬৬৭ শিক্ষার্থী। বেশিরভাগই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।
সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ থাকলেও আবেদনে কম সংখ্যক কলেজ পছন্দ দেওয়ায় জিপিএ-৫ প্রাপ্ত এসব শিক্ষার্থী কলেজ পায়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য চট্টগ্রামে ১ লাখ ৩২ হাজার ১৯৫ শিক্ষার্থী অনলাইনে আবেদন করে। ভর্তির জন্য প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৫৮ জন। এ হিসেবে আরো ১৩ হাজার ৮৩৭ শিক্ষার্থী আবেদন করেও প্রথম তালিকায় কলেজ পায়নি।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার ২৮১টি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। অনুমোদিত এসব কলেজে সবমিলিয়ে আসন সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭১৭টি। কলেজগুলোতে ভর্তির জন্য এবার আবেদন করেছে ১ লাখ ৩২ হাজার ১৯৫ জন। সে হিসেবে একাদশে ভর্তিতে আসন সংকট থাকছে না। বরং ৪০ হাজারের বেশি আসন শূন্য থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ