শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আন্তঃউপজেলা চট্টগ্রাম তায়কোয়ানডো (তরুণ ও তরুণী) ইভেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে এর উদ্বোধন করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মশিউর রহমান চৌধুরী।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ইভেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি ও শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ ও আবদুল্লাহ-আল-নোমান প্রমুখ।
আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
বিডি প্রতিদিন/এমআই