চট্টগ্রাম নগরীতে রোহিঙ্গাসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তিরা হলেন-দুই রোহিঙ্গা নাগরিক নুর হাশিম, মো খালেদ এবং মো. শফিক, মিঠুন হোসেন ও ফাতেমা বেগম।
রবিবার রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ হাজার ২৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই