নগরীর খুলশী এলাকার চার প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে পরিবেশের ক্ষতি করার দায়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস।
তিনি জানান, পরিবেশের ক্ষতি করার কারণে খুলশীর এয়াকুব ফিউচার পার্কের পাঁচটি ভবনের মালিককে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে। অন্যথায় থানায় নিয়মিত মামলা হবে।
বিডি প্রতিদিন/এমআই