চট্টগ্রামে একটি ড্রেন থেকে ৪৫ বছর বয়সী এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ড্রেন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ড্রেনে একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ