চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ মুজাহিদ (৩২) নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ফকির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মুজাহিদ ওই বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে। হামলার সময় মুজাহিদের বড় ভাই মোহাম্মদ দিদারসহ ওই এলাকার আরো ছয় বাসিন্দা আহত হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি জানিয়েছেন, ফকির বাড়ির সামনে একটি দোকানে বসে কিছু লোক আড্ডা দিচ্ছিলো। এ সময় আচমকা ৩০-৪০ জনের একটি স্বশস্ত্র দল এসে হামলা চালায়। এ সময় তারা পাশ্ববর্তী ফকির বাড়িতেও চামলা করে। সেখানে গুলিবিদ্ধ হয় মুজাহিদ। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
ওসি জানান, এই ঘটনায় রাতেই নজরুল ইসলাম (৪০) নামের এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরের পর নিহতের ভাই দিদারের স্ত্রী সাখী আক্তার বাদী হয়ে মামলা করেছেন। হামলার ঘটনার সাথে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠির জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কারা কী কারণে হামলার ঘটনা ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আহত অন্যরা হলেন- মো. ফয়জুল্লাহ (২৫), আবু তাহের (৩৫), মো. ফরহাদ (১৯), মো. জামাল (২৫), জালাল উদ্দিন (৩০)। এরা সবাই একই এলাকার বাসিন্দা। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে তারা দেশীয় অস্ত্রের কোপে আহত হন।
সরফভাটার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোনাফ জানিয়েছেন, সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে হামলা চালানো হয়। এসময় দিদারকে গুলি করতে গেলে তার ছোট ভাই মুজাহিদের গায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন হামলাকারীদের ধরতে গেলে তারা ৫ জনকে কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/এএম