চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় ট্রাকচাপায় সাথী আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সড়কের রেল লাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। সাথী আক্তার ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের মেয়ে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সবুজ বলেন, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা