চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগী সেজে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। অভিযানে দুইজন দালালকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (২৮) ও হাসান (২২)। রাজীবের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী এলাকায়। তার বাবার নাম মৃদুল বৈদ্য। হাসানের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম মৃত হাবীবুর রহমান।
দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, দুদকের অভিযোগ নাম্বার ১০৬ এ সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানের সময় এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দালালদের সঙ্গে কথা বলেন। এসময় তারা সুলভ মূল্যে ওষুধ দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করে। পরে সেখান থেকে দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। দালালের দৌরাত্ম রোধে অভিযান অব্যাহত থাকবে। অভিযান শুরু হল। সুনির্দিষ্টভাবে দালালদের চিহ্নিত করে প্রতিবেদন পাঠানো হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দুদক হাসপাতালে অভিযান চালানোর কথা বললে আমরা তাদের স্বাগত জানাই। গতকালের অভিযানে দুই দালালকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আমরাও দালালের ব্যাপারে কঠোর।
জানা যায়, চমেক হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, প্রেসক্রিপশন কেড়ে নিয়ে জোর করে নিজেদের ফার্মেসিতে নিয়ে যাওয়া, অতিরিক্ত ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা অভিযোগ দালালদের বিরুদ্ধে। ইতোমধ্যে পুলিশ ও হাসপাতালের অভিযানে আটকও করা হয় কয়েকজনকে। তবুও দালালদের দৌরাত্ম থামছে না।
বিডি প্রতিদিন/এএম