চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর নসিমন ভবনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দুপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের ওপর হামলাকারী আসামিরা অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগ মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ