চট্টগ্রামের বাজারে আবারো বেড়েই চলেছে শাক সবজির দাম। পাশাপাশি মাছ, মুরগী, ডিমের দাম বেড়েছে কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত। তাছাড়া রসুনের কেজিতে দাম বেড়েছে ২৫ টাকা।
চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে দুই সপ্তাহ আগে চায়না আদা ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন দাম বেড়ে হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকায়। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩শ টাকায়। পাশাপাশি ৯০ টাকায় বিক্রি হওয়া ভারতীয় আদা বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। এ সপ্তাহে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১১৫-১২০, কেজিতে ৩০ টাকা বেড়েছে। নতুন দেশি পেয়াজ ৩০ থেকে ৪৫ টাকা দরে কেজিতে বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলসি খুলতে না পারায় বিদেশ থেকে পণ্য আমদানি করা যাচ্ছে না। আমাদের আদা-রসুনের গুদামও প্রায় খালি। সরবরাহ কমে গেছে। এভাবে চলতে থাকলে আদা-রসুনের দাম আরও বেড়ে যাবে।
এদিকে কাঁচা বাজারে প্রতিকেজি ফুলকপি ৩৫, বাঁধাকপি ৩০, পেঁপে ৪০, শসা ১৩০, টমেটো ৪০, বেগুন ও শিম ৫০ টাকা থেকে দাম বেড়ে ৬০, হাইস্যা ১০০ টাকা থেকে ১৩০ টাকা, আলু ৩০, মূলা ৪০, বরবটি ৮০, লাউ ৩০ থেকে ৪০, শালগম ৫০ ও নতুন আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে দু’সপ্তাহ ধরে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। সোনালী ২৯০, দেশি মুরগি ৪৮০-৫শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার গত সপ্তাহে ডজন ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৩৫ ও দেশী ডিম ২৮০ টাকা করে বিক্রি হচ্ছে।
নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারের মুরগি বিক্রেতা আবদুল হাকিম বলেন, বাজারে মুরগির সরবরাহ কম থাকার কারণে মুরগীর দাম বেড়েছে। এছাড়াও সবকিছুর তো দাম বেড়েই চলছে।
মাছের বাজারে প্রতিকেজি রুই মাছ ২৪০ থেকে ২৮০, কাতলা মাছ ২৭০, কার্প জাতীয় মাছ ২২০ থেকে ২৫০, তেলাপিয়া ২০০, কই ২২০, মৃগেল ২০০, চিংড়ি মাছ ৫৬০, পোয়া মাছ ৪শ, রুপচাদা মাছ ৬শ, প্রতি কেজি ইলিশ ১ হাজার, কোরাল ৫৫০, পাবদা ৪শ, শিং ৫শ টাকায় বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল