চট্টগ্রামে এবার পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি। শনিবার বিকালে বিএনপির চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে নগরের কাজীর দেউড়ি চত্বরে। একই সময়ে দেড় কিলোমিটারের মধ্যে আন্দরকিল্লা মোড় এলাকায় শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর ইউনিট।
দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে দীর্ঘদিন পর চট্টগ্রামের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, দুই দলের জনসভা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে সিএমপি। পাল্টাপাল্টি সমাবেশে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করব। এরইমধ্যে শান্তি সমাবেশের সকল প্রস্তুতি আমরা শেষ করেছি। বিএনপির সমাবেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যে যার মতো করে কর্মসূচি পালন করবে।
পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি ১০ দফা দাবিতে বিভাগীয়পর্যায়ে সমাবেশ করছে। এরইমধ্যে আমরা সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কর্মসূচির বাইরে অন্য কিছু চিন্তা করছি না।
বিডিপ্রতিদিন/কবিরুল