চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. হৃদয় (২৪) নামে তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মো. হৃদয় স্থানীয় কামালের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
সূত্র জানায়, এর আগেও স্থানীয় বেশ কয়েকজন তরুণের সঙ্গে হৃদয়ের বিরোধ ছিল। তারা উভয়ে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে আমবাগান এলাকায় একটি রিকশাযোগে যাতায়াত করার সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল্লাহ আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার এসআই হেলাল উদ্দিন জানান, আমবাগানে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম