সরকার পতনের এক দফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে বুধবার দুপুর পর্যন্ত বিএনপির আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন দলটির নেতারা।
অন্যদিকে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতারা অবরোধের প্রতিবাদ জানিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে। বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে নগরীর ১৯টি স্পটে শান্তি সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ। এসব সমাবেশে নগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
নগর বিএনপির দফতর সূত্র জানায়, অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কার ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে নগরীর চান্দগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির এক দফা আন্দোলনের মধ্যে আরেকটি একতরফা পাতানো নির্বাচনের অপচেষ্টা করছে সরকার। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচনী তফসিল বাস্তবায়নে মাঠে নেমেছে। ভোটের অধিকারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা ঝাপিয়ে পড়ছে।
আবু সুফিয়ান বলেন, বিএনপিসহ বিরোধী মত দমনে আওয়ামী লীগ এখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। চট্টগ্রামের বিএনিপর বলিষ্ঠ নেতৃত্বকে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। বিএনপির প্রবীণ নেতাদেরও জেলে আটকে রেখেছে। এ সময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অবরোধের সমর্থনে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর পাঁচলাইশ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, যুগ্ন সম্পাদক জমির উদ্দিন নাহিদ, জহিরুল হক টুটুলসহ স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও নগর নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া অবরোধের সমর্থনে নগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন চৌধুরীসহ বিভিন্ন এলাকার নেতাদের নেতৃত্বে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দরা মিছিল ও সমাবেশ করেন।
অন্যদিকে বুধবার সকালে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটের সামনে অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হবেই। নির্বাচনী ট্রেনযাত্রা শুরু হয়ে গেছে। এই ট্রেনে যদি বিএনপি না ওঠে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি=-জামায়াত মানবতা ও স্বাধীনতা বিরোধী। তাদের হাতে খুন ও কলংকের দাগ আছে। এটা জনগণ জানে। এ কারণে তারা নির্বাচনে আসবে না। তারা যতোবারই ক্ষমতায় এসেছে কারচুপি ও ষড়যন্ত্র করে এসেছে।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল