চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিল থেকে হামলায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী সিএবি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আনোয়ারা থানার ডিউটি অফিসার নুরুন নাহার বেগম বলেন, বুধবার দুপুরে চৌমুহনীর ক্লাব এলাকায় মিছিল বের করে বিএনপি। তারা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশ বাধা দিলে ইটপাটকেল ছুঁড়ে ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ওসি সোহেল আহমেদসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড গুলি ছুঁড়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করা করেছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুনুর রশীদ বলেন, আনোয়ারা থানার ওসিকে দুপুরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান চোখে রক্তক্ষরণ হয়েছিল এবং চোখের ক্ষত সৃষ্টি হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম