চট্টগ্রামের কোতোয়ালী থানার রেলওয়ে সুপার মার্কেটে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের পণ্য চুরির ঘটনায় চোর চক্রের সদস্য রেজওয়ান আহমেদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক জানান, গত ১৯ ডিসেম্বর রাতে আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে সুপার মার্কেটে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের শার্টারের তালা ভেঙে ৭টি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় চোর চক্রের এক সদস্য ধরা পড়েছে। বাকীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম