চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব ঝিওরি গ্রামে গোয়ালঘরের তালা কেটে ৬টি গরু নিয়ে গেছে চোরের দল। শনিবার দিবাগত রাতে জব্বার আলী মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে।
গরুর মালিক মো. রফিক (৫০) জানান, ‘বাড়ির এক পাশের গোয়ালঘরে দুটি গাভি ও দুটি বাচুর এবং দুটি ষাঁড় বেঁধে রেখেছিলাম। বাইরে থেকে তালাও দেওয়া হয়েছিলো। কিন্তু রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উঠে দেখি গোয়ালে একটি গরুও নেই। তালাও ভাঙ্গা।’ গরুগুলোর দাম চার লাখ টাকা বলে জানান রফিক।
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ জানান, রবিবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম