চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রসহ মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সমিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, সমীর গত ২৪ ডিসেম্বর পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেরও মামলা আছে।
বিডি প্রতিদিন/এএম