বটের মূলে পুতুল নাচে তাকধিনাধিন
বছর ঘুরে আবার এলো বৈশাখী দিন
বৈশাখী দিন এলো মাঠের শিশির কণায়
মহল্লাময় দামাল ছেলের দস্যিপনায়।
বৈশাখী দিন হাসে খুকুর ফোকলা দাঁতে
দু'গাল জুড়ে নকশি পাখার আলপনাতে
মাটির হাঁড়ি, ঢোল-চাকি আর পুতুল খেলা
আড্ডা-গানে বসবে আজি খুশির মেলা।