খোকন যাবে চাঁদের বাড়ি
পঙ্খিরাজে চড়ে,
কোলে বসে বলছে খোকন
মায়ের গলা ধরে।
তাই চাই তার সোনার টোপর
সাথে জড়ির জামা,
রাজপুত্রের বেশেই যাবে
দেখতে সে চাঁদ মামা।
দেখবে খোকন বিশ্বভুবন
মামার সাথে ঘুরে,
চাঁদের বুড়ি চরকা সুতো
আর আছে কি দূরে!
খোকন যাবে চাঁদের বাড়ি
পঙ্খিরাজে চড়ে,
কোলে বসে বলছে খোকন
মায়ের গলা ধরে।
তাই চাই তার সোনার টোপর
সাথে জড়ির জামা,
রাজপুত্রের বেশেই যাবে
দেখতে সে চাঁদ মামা।
দেখবে খোকন বিশ্বভুবন
মামার সাথে ঘুরে,
চাঁদের বুড়ি চরকা সুতো
আর আছে কি দূরে!