একটা ভূতে ঘটক পাঠায়
আরেক ভূতের বাড়ি,
ভূতের মেয়ের জন্য পাঠায়
হলুদ বিয়ের শাড়ি।
হলুদ শাড়ি পরে মেয়ে
নিমগাছেতে নাচে,
বিয়ের খবর বলে বেড়ায়
বান্ধবীদের কাছে।
যার সাথে তার বিয়ে হবে
লম্বা, চিকন ভূত,
রাতের বেলা মাঝে মাঝে
সে খেলে কুতকুত।
কুতকুত খেলবে বিয়ের পরে
বউ ও জামাই মিলে,
রাতের বেলা ঘুরতে যাব
ঢাকার হাতিঝিলে।