ধুম পড়েছে আমার গাঁয়ে
বাজছে ঢাকঢোল
সারা গাঁয়ে পড়ে গেছে
বৈশাখী শোরগোল।
ধুম পড়েছে পান্তা খাওয়ার
শাড়ি পড়ার ধুম
ঢোলের শব্দে ভেঙে গেছে
সব মানুষের ঘুম।
ধুম পড়েছে মেলায় যাওয়ার
ধুম পড়েছে খুব
বৈশাখ এসে বদলে দিছে
আমার গাঁয়ের রূপ।
ধুম পড়েছে বটতলাতে
বাউল গানের ধুম
বৈশাখ মানেই বাঙালিদের
উৎসবের মৌসুম।