আম জাম গল্প
বলি শোন অল্প!
কাঁচাপাকা আমটা
রসটসে জামটা
নারিতা নোরারে
বেশি নয়, যাহা খাবে
খাবে ঠিক স্বল্প!
ছোটাছুটি কম কি
নেয় ওরা দম কি
দুজনে হেসে গেয়ে
মজা করে খেয়েখেয়ে
নেয় সংকল্প!
ও প্রিয় দাদুরে
দাওনা জাদুরে
কতদিন সাধ ছিল
চাঁদ হবো, দেখে বলে-
সবে অনুকল্প!