প্রজাপতির মতো আমি
মেলবো দুটো ডানা
আজকে আমার হারিয়ে যাওয়ার
কোথাও নেই মানা।
কিচিরমিচির পাখির মতো
গাইবো মধুর গান
নদীর বুকে তুলবো আমি
ঢেউয়ের কলতান।
পাহাড় থেকে ঝরঝরিয়ে
ঝর্ণাধারা ঝরে
হঠাৎ! আমার মায়ের কথা
ভীষণ মনে পড়ে।
মা বলেছেন তাড়াতাড়ি
ঘরে ফিরে যেতে
ছুটির দিনের গল্পগুলো
হবে আঁচল পেতে।
ফেরার পথে তাকিয়ে দেখি
দাঁড়িয়ে আছেন মা
জড়িয়ে ধরে বলেন আমায়
হারিয়ে যেও না।
মাকে বলি সাহস দিয়ে
কোথায় যাবো আমি?
পৃথিবীতে কিছুই নেই
মায়ের চেয়ে দামি।