খুকুমণি সোনার খনি
এলে আমার ঘরে,
তোমার আসায় আমায় হাসায়
আনন্দে মন ভরে।
জন্ম যবে নিলে ভবে
হয়ে আমার কন্যা,
মনের আশা হলো খাসা
বইছে আলোর বন্যা।
মধুর রবে আমায় যবে
বাবা বলে ডাকো,
তোমার বোলে প্রাণটা দোলে
হাজার ব্যথা ঢাকো!
তুমি হলে ধরার তলে
আমার মায়ের ছায়া,
সুখের আবেশ পাই আমি বেশ
দেখে তোমার কায়া।
রবকে স্মরে তোমার তরে
সদা আশিস করি,
যেন তিনি তোমায় দ্বীনি
জীবনটা দেয় গড়ি!