রবি বাবু তেমনি করে
সবার তরে
বসে আছে তাল তলায়।
সোনারতরি সু-লহরী
আপন করে
বেজে ওঠে ভোর বেলায়।
বিশ্বজুড়ে রবির সুরে
শিশির ভরে-
সকল কবির ভেলায়।
রবি বাবু তেমনি করে
সবার তরে
বসে আছে তাল তলায়।
সোনারতরি সু-লহরী
আপন করে
বেজে ওঠে ভোর বেলায়।
বিশ্বজুড়ে রবির সুরে
শিশির ভরে-
সকল কবির ভেলায়।