অঝোর ধারায় বৃষ্টি নামছে
গাছের ডালে পাখি,
ভিজে পাখি বউ হয়েছে
দেখো করুণ আঁখি।
চোখে পাখির দুখের ছায়া
যাচ্ছে ভিজে ছানা,
সারাটা দিন বৃষ্টি ভেজা
পেটে পড়েনি দানা।
এমনি যদি বৃষ্টি নামে
ছানা যাবে মরে,
শত দুঃখ ভর করেছে
পাখিটার অন্তরে।
পাখির কান্না কেউ দেখে না
পড়ে চোখের পানি,
এমন করে বৃষ্টি হলে
নষ্ট জীবন খানি।