খোকাখুকু বায়না ধরে
চড়বে নাগরদোলা,
বৈশাখী ঐ মেলায় গিয়ে
খাবে মুড়কি ছোলা।
সকালবেলা খাবে গিয়ে
ইলিশ পান্তাভাত,
ঘুরবে তারা মনের সুখে
ধরে মায়ের হাত।
ঘুরে ঘুরে কিনবে খোকা
একতারা আর বাঁশি,
কানের দুল ও মালা পরে
খুকু দিবে হাসি।
নতুন দিনে নতুন আশার
স্বপ্ন সবার প্রাণে,
এদিকওদিক উঠবে মেতে
বর্ষবরণ গানে।