বৈশাখ এলো তপ্তদাহে
পুড়ছে ধরা আজ
রৌদ্রছায়া পুড়ছে কায়া
করছি তবু কাজ।
ব্যাঙের মাসি খাচ্ছে খাবি
শান্তি কোথাও নাই
বৈশাখী ঝড় আসলে তবে
একটু শান্তি পাই।
তীব্র ব্যথা প্রাণটা ছাঁটায়
দম ফেলানো দায়
বৈশাখে আজ তৃপ্তি পেতে
করছি যে হায় হায়।
চৈতী হাওয়া গেল থাবায়
এলো হে বৈশাখ
রঙের ছোঁয়া রং লেগেছে
দুঃখ দূরে যাক।
ব্যাঙের পিসি হেলেদুলে
নাচছে তা-ধিন ধিন,
বৈশাখী রং গায়ে মেখে
বাঁধবে সুরের বিন।