এক ছেলে ছিল, নাম তার জন। সে পুরো শহরের সবচেয়ে অলস ছেলে হিসেবে পরিচিত। একদিন জন নিজেদের বাগানে আপেল গাছে চকচকে লাল আপেল ভর্তি দেখতে পেল এবং তার আপেল খাওয়ার ইচ্ছে জাগে। কিন্তু গাছে উঠতে তার খুব অলসতা বোধ করছিল। এর পরিবর্তে সে ঘাষের ওপর শুয়ে রইল এবং আপেলগুলো নিজে থেকে পড়ার জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু গাছ থেকে আপেল পড়ল না এবং শিগগিরই জন খুব খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। কারণ, সে তার খাবার সংগ্রহ করার জন্য কোনো কাজ করেনি।
গল্পের নীতি : অলসতা তোমাকে কোথাও নিয়ে যাবে না। তুমি যা চাও তা পেতে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।