'আমরা তল্লাশির ক্ষেত্র কমিয়ে এনেছি। আমাদের বিশ্বাস, যে সংকেতগুলো পাওয়া গেছে, সেগুলো নিখোঁজ বিমানটির ব্ল্যাক বক্স থেকেই এসেছে' বললেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
তিনি আরও বলেন, 'আমরা যে পর্যায়ে আছি, সেখান থেকে স্পষ্ট বুঝতে পারছি, বিমানটির ব্ল্যাক বক্সের কার্যকারিতা ক্রমেই কমছে। তবে সংকেতগুলো পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই যথেষ্ট তথ্য পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।'
আজ শুক্রবার চীনের সাংহাইয়ে এ কথা বলেন অ্যাবট। খবর এএফপির।