হরিয়ানার নারীদের এক গ্রামসভা একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটির মাধ্যমে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে তার স্ত্রীর সঙ্গে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ গ্রামসভা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনের।
জানা যায়, হরিয়ানার জিন্দ জেলার বিবিপুর গ্রামে নারীদের গ্রামসভায় এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী স্ত্রীকে নিজের সঙ্গে রাখার আমন্ত্রণ জানাতে মোদিকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। গ্রামসভায় গৃহীত প্রস্তাবটি গুজরাটের মুখ্যমন্ত্রীর দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমে মোদির কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মোদির বৈবাহিক অবস্থা-সম্পর্কিত তথ্য প্রকাশ হওয়ার পর বিবিপুরের প্রায় ১০০ জন নারী ওই গ্রামসভায় অংশ নেন। গ্রামসভার নারীদের বক্তব্য, মোদি যেহেতু পুরো দেশের নারীদের সম্মানের কথা বলছেন, তাই তার উচিত নিজের স্ত্রীকে সম্মান জানানো।
লোকসভা নির্বাচনে বরোদা আসনে বুধবার মনোনয়নপত্র জমা দেন মোদি। মনোনয়নপত্রের নির্ধারিত ফরমে স্ত্রীর নাম যশোদাবেন উল্লেখ করেন তিনি। মোদি প্রথমবারের মতো স্বীকার করলেন, তিনি বিবাহিত। তাঁর স্ত্রী রয়েছে। ১৭ বছর বয়সে প্রায় সমবয়সী তরুণী যশোদাবেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
প্রসঙ্গত, যশোদাবেন একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনি মোদির নিজ শহর ভাদনগর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণওয়াদা গ্রামে থাকেন। বিয়ের দুই সপ্তাহ পর তারা আলাদা হয়ে যান।